হোম আন্তর্জাতিক স্থিতিশীল বিশ্বব্যবস্থা গড়তে একযোগে কাজ করবে চীন ও রাশিয়া: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, একটি স্থিতিশীল ও উন্নয়নমুখী বিশ্বব্যবস্থা গড়তে মস্কোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত বেইজিং। সোমবার চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কোর সঙ্গে বেইজিংয়ে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘চীন রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার জন্য প্রস্তুত। যাতে করে দুই দেশকে উন্নত এবং পুনরুজ্জীবিত করা যায় এবং একই সঙ্গে একটি স্থিতিশীল ও উন্নয়নমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা যায়।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, নতুন এই যুগে রাশিয়ার সঙ্গে একটি চমৎকার টেকসই সম্পর্ক গড়ে তোলা এবং কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত। এছাড়া পারস্পরিক সহযোগিতা, গভীর একীভূতকরণ এবং নতুন নতুন পদ্ধতির মাধ্যমে এই সম্পর্ককে এগিয়ে নেয়া হবে। যাতে করে দুই দেশই সুবিধা লাভ করতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর শীতল যুদ্ধের সময় বিরোধপূর্ণ অবস্থানে থাকলেও সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে মস্কো ও বেইজিং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় পাল্টা ভারসাম্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে এই সহযোগিতাকে বিবেচনা করে থাকে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি ‘নো-লিমিট’ অংশীদারত্বের ঘোষণাসহ বেশ কয়েক বছর ধরে দেশ দুটি সম্পর্ক দৃঢ় করছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে নিন্দা করতেও অস্বীকার করে বেইজিং। একই সঙ্গে মস্কোর ওপর পশ্চিমাদের বারবার নিষেধাজ্ঞার সমালোচনাও করেছে চীন।

ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরু হওয়ার আগপর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার শীর্ষ বাণিজ্য অংশীদার ছিল। ২০২১ সালে ইইউর সঙ্গে রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ২৮২ বিলিয়ন ডলার ছিল। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্ষিক গড় বাণিজ্য ছিল ৩১ বিলিয়ন ডলার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন