হোম অন্যান্যসারাদেশ সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ

সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান জামিন না মঞ্জুরের এ আদেশ দেন।

আদালতে জামিন ও কারাগারে ডিভিশনের আবেদন করেন আইভীর আইনজীবীরা। শুনানিতে আদালত জামিন আবেদন খারিজ করলেও ডিভিশনের বিষয়ে একমত পোষণ করেন। আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, একই ঘটনার সাথে জড়িত দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অথচ সেলিনা হায়াৎ আইভীকে ভোরে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, আইভী কখনো কোনো বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে নামেননি। তাকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার (১০ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সকাল ১০টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের পর সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন