হোম আন্তর্জাতিক সু চির দুর্নীতির মামলার রায় ঘোষণা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়েরা করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন মিয়ানমারের আদালত। সোমবার (২৫ এপ্রিল) তার বিরুদ্ধে করা একাধিক দুর্নীতি মামলার মধ্যে একটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। খবর এএফপির।

সু চির বিরুদ্ধে করা ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ গ্রহণের মামলার রায় দেওয়ার দিন ধার্য ছিল। এ মামলায় দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের সাজা হতে পারত সু চির।

সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন, আজ কোনো রায় হবে না। কবে নাগাদ রায় হতে পারে, সে বিষয়েও তিনি বিস্তারিত বলেননি।

রাজধানী নেপিদোতে একটি বিশেষ আদালতে সু চির মামলার শুনানি চলছে। সেখানে সাংবাদিকদের উপস্থিতি নিষেধ। সংবাদমাধ্যমের সঙ্গে সু চির আইনজীবীর কথা বলার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

গত বছরের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর থেকে তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি, দুর্নীতি, নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এখন পর্যন্ত অং সান সু চি দুটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার ছয় বছরের সাজা হয়েছে। বাকি মামলাগুলোর রায় হতে কয়েক বছর লেগে যেতে পারে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন