হোম জাতীয় সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা

জাতীয় ডেস্ক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সুপ্রিম কোর্ট বারের সহকারী সুপারিনটেন্ডেন্ট রফিকুল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন বলে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ। তবে মামলার আসামিদের নাম জানাতে চাননি তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। এসময় বার ভবনে দুপক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

হামলার ঘটনার বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের বিষয়ে সমিতির এক নম্বর হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রেস ব্রিফিং চলছিলো। সেখানে মিছিল নিয়ে ঢোকেন সরকার সমর্থক আইনজীবীরা। প্রেস ব্রিফিংয়ে এসে হামলা করার জন্য অনবরত স্লোগান এবং হুমকি দিচ্ছিলেন তারা। এটির প্রতিবাদ করলে তারা ফায়ার এক্সটিংগুইসার ( অগ্নিনির্বাপণ গ্যাস) দিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর স্প্রে করতে থাকেন।

অপরদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আবদূন নূর দুলাল বলেন, অতর্কিতভাবে তারা ( বিএনপিপন্থি আইনজীবী) সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর হামলা করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন