ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী সুপ্রাচীন মানসা কালী মন্দির পরিদর্শন করেন সুপ্রিমকোর্টের বিচার বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। মঙ্গলবার বেলা ১১টায় পরিদর্শনকালে সাথে ছিলেন তার সহধর্মিনী মুক্তা সরকারসহ অন্যান্যরা। পরে মন্দির কমিটির আয়োজনে সভা মঞ্চে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) ছয়রুদ্দীন আহমেদ, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোহম্মদ আলী।
অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু আশ, উপদেষ্টা ও সাবেক সভাপতি শিক্ষক শ্যামল কুমার দে, আট্টাকা স্কুলের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
s
