হোম জাতীয় সুপার সাইক্লোন ‘সিত্রাং’ নিয়ে সুখবর, তবুও আছে শঙ্কা

জাতীয় ডেস্ক :

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ভয়ংকর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আগামী ২৪ অক্টোবর উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)। সংস্থাটি জানিয়েছিল, সিত্রাং সুপার সাইক্লোনে রূপ নিতে পারে এবং লন্ডভন্ড করে দিতে পারে উপকূলীয় এলাকা। তবে নতুন পূর্বাভাসে কিছুটা সুখবর দিয়েছে জিএফএস।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সংস্থাটির দেয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় সিত্রাং আগের তুলনায় ইতোমধ্যে বেশ দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এর শক্তি উল্লেখযোগ্য পরিমাণে কম নির্দেশ করছে। এমন পরিস্থিতি থাকলে ঝড়টি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।

এর আগে, গত ১০ অক্টোবর সংস্থাটি জানিয়েছিল ঘূর্ণিঝড়টির কারণে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ ৯৪১ মিলিবার পর্যন্ত নেমে যেতে পারে। সেই সাথে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২১০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। যা সুপার সাইক্লোন হিসেবে পরিচিত। এই গতিবেগে উপকূলে আঘাত হানলে ২০০৭ সালের সিডরের চেয়ে কম ক্ষয়ক্ষতি হবে না।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ঘূর্ণিঝড় সৃষ্টি না হওয়া পর্যন্ত মডেলগুলোর পূর্বাভাস নিয়মিত পরিবর্তন হতেই থাকবে। এমনকি এটি স্থলভাগে আঘাত করার ৩ থেকে ৬ ঘণ্টা পূর্ব পর্যন্তও আঘাত হানার স্থান ও শক্তির ব্যাপক পরিবর্তন হতে পারে। তাই এ বিষয়ে আগে থেকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা খুবই কঠিন। অর্থাৎ এটি আসলে কতটা শক্তিশালী ঝড়ে রূপান্তরিত হতে পারে সেটি বলার সময় এখনও আসেনি।

তিনি বলেন, ঝড়টির শক্তি কম নির্দেশ করছে সেটি অবশ্যই ভালো খবর। কিন্তু ঝড় সংক্রান্ত একটি খারাপ খবরও রয়েছে। সেটি হচ্ছে- বিশ্বের চারটি দেশের ভিন্ন ভিন্ন পাঁচটি মডেলের প্রত্যেকটিতেই আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। যার অর্থ ঝড় আসছে, তবে কেবল সেটির শক্তি কমবেশি হতে পারে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন