হোম অন্যান্যসারাদেশ সুইডেনে পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে সুইডেনে সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি কর্তৃক ইসলাম ধর্ম অবমাননা এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং সুইডেনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে দেবহাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা’র নামাজ শেষে উপজেলা প্রাণকেন্দ্র পারুলিয়া, সখিপুর মোড়, গাজীরহাটসহ বিভিন্ন এলাকায় মিছিল করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে দল-মত নির্বিশেষে হাজারো মুসল্লি অংশগ্রহণ করে ইসলাম ধর্ম অবমাননা এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে অগ্নিসংযোগের মতো ধৃষ্টতাপূর্ণ ঘটনার প্রতিবাদ জানান। একইসাথে সুইডেনের সাথে এদেশের সম্পর্ক ছিন্ন এবং কোরআন শরীফে অগ্নিসংযোগকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মুসল্লিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন