নিজস্ব প্রতিনিধি :
সিয়োক হেলথকেয়ার ও ভারতের এ্যাপেলো মাল্টিস্পেশালিটি হসপিটালের যৌথ উদ্যোগে সাতক্ষীরায় সিএমই প্রোগ্রাম এর আয়োজন করা হয়েছে। শনিবার দিনব্যাপী সাতক্ষীরা শহরের কামালনগর লেকভিউ হোটেল এন্ড রিসোর্ট সেন্টারে উক্ত সিএমই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে ১১০ জন ডাক্তার ও মেডিকেল প্রফেশনালস উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন, নেপরোলজিষ্ট কনসালটেন্ট ডাঃ মানিশ কুমার জেইন, হেড ও নেক সার্জন ডাঃ সুখরিত বোস, কার্ডিওলোজিষ্ট কনসালটেন্ট ডাঃ আশফাক আহমেদ, এমসিএইচ সার্জিক্যাল ওন ক্লোজি কনসালটেন্ট ডাঃ শুভদীপ চক্রবর্তী, পল্লী চিকিৎসক সমিতি সাতক্ষীরার সাধারন সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে এসময় ডাক্তার ও মেডিকেল প্রফেশনালসদের চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হয়। আয়োজকরা এ সময় জানান, সিয়োক হেলথকেয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বল্প খরচে ভারতের এ্যাপেলো মাল্টিস্পেশালিটি হসপিটালে যাতায়াতসহ চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিস্তারিত জানার জন্য জানার জন্য ০১৭৫৮-৩২৭৭২৫ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়।
