আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার (২৫ নভেম্বর) গভীর রাতে সিরিয়ার আল-শাদ্দাদিতে এ হামলা চালানো হয়েছে। হামলায় কেউ আহত বা ঘাঁটিটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)।
সেন্টকম জানিয়েছে, যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরিদর্শন করেছে তারা। সেখানে তৃতীয় একটি অবিস্ফোরিত রকেট পাওয়া গেছে। সেন্টকমের মুখপাত্র কর্নেল জো বুকিনো বলেছেন, এ ধরনের হামলা জোট বাহিনী এবং বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে।
এ ছাড়া সিরিয়া এবং এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এ ছাড়া কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলার প্রতিশোধ নিতে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়া ও ইরাকে কুর্দি বাহিনীর ওপর বিমান হামলার পর সিরিয়া-তুরস্ক সীমান্তে উত্তেজনা বেড়েছে। আঙ্কারা নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও ওয়াইপিজি কুর্দি বাহিনীকে ইস্তাম্বুলের এ হামলার জন্য দায়ী করেছে। তবে তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
অন্যদিকে সিরিয়া থেকেও রকেট হামলা হয়েছে। এতে তুরস্কের বেসামরিক মানুষ নিহত হয়েছে। তুরস্ক ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সিরিয়ার প্রেসিডেন্টে বাশার আল আসাদ সরকারের চরম আপত্তি সত্ত্বেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন রেখেছে পেন্টাগন। মার্কিন সেনারা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) সামরিক সহযোগিতা দিচ্ছে।
