হোম খেলাধুলা সিদ্ধান্ত পরিবর্তন করছেন এমবাপ্পে!

খেলাধূলা ডেস্ক :

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আগামী মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, এ ব্যাপারে নিশ্চিত ফুটবল বিশেষজ্ঞরা। তবে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্টকে গোল বন্যায় ভাসিয়ে দেওয়ার পরে অ্যামাজন প্রাইমকে দেওয়া ফ্রেঞ্চ তারকার সাক্ষাতকার বলছে, তিনি প্যারিস ছাড়ছেন না।

আগামী জুনে পিএসজির সঙ্গে চার বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। অবশ্য ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি মাঠে না নামলে, এতদিনে ফরাসি তারকা থাকতেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। শীতকালীন দল বদলে তাকে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত প্রাণপণ চেষ্টা করেছে। তবে নাছোড়বান্দা খেলাইফির কারণে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও মাদ্রিদে পাড়ি দিতে পারেননি এমবাপ্পে।

এদিকে আগামী এমবাপ্পে ফ্রি হয়ে যাচ্ছেন, তাকে আর চাইলেও ধরে রাখতে পারবে না পিএসজি। ফরাসি তারকাকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েও চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয়েছেন খেলাইফি। তাই সবাই অপেক্ষা করছিল, আগামী জুনে রিয়ালের জার্সি গায়ে এমবাপ্পেকে দেখার জন্য। তবে তার আগে অ্যামাজন প্রাইমকে তিনি সে সাক্ষাতকার দিলেন তাতে মনে হতেই পারে, এমবাপ্পে বুঝি পিএসজিতেই থাকছেন।

অবশ্য তিনি এমন সময়ে সাক্ষাতকারটা দিলেন যখন ফুরফুরে মেজাজে ছিল পুরো পিএসজি শিবির। লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্টকে তার দল ভাসিয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেছেন নেইমার, লিওনেল মেসিরা। পুরো ম্যাচে জোড়া গোল করার পাশপাশি, করিয়েছেন তিনটি গোল। এমন পারফরম্যান্সের পরেও তার দল ছাড়ার ভাবনাও থাকতে পারে কী করে?

ম্যাচ শেষে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’

এর পর নিজের দল পরিবর্তনের বিষয়ে ফরাসি তারকা অ্যামাজন প্রাইমকে বলেন, ‘আমি এখনও এটা নিয়ে ভাবছি। কারণ নতুন কিছু জিনিস যোগ হয়েছে, নতুন প্যারামিটার তৈরি হয়েছে। আমি সঠিক সিদ্ধান্তটা নিতে চাই। আমি জানি অন্যদের জন্য এটা একটু বেশিই সময় নেওয়া হয়ে যাচ্ছে।’

তিনি যোগ করেন, ‘ এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। আমি সময় নিচ্ছি যাতে আমি সর্বাপেক্ষা উত্তম সিদ্ধান্ত নিতে পারি। যদি আমার সিদ্ধান্ত জানা থাকতো, তাহলে আমি সেটা সবাইকে জানিয়ে দিতাম।’ জানুয়ারিতেও এমবাপ্পে যেখানে পিএসজি ছাড়া কথা ভাবছিলেন, সেখানে তিনি মাত্র তিন মাসের মধ্যে সংশয়ে পড়ে গেছেন। এর পেছনে অবশ্য থাকতে পারে প্যারিসবাসীর ভালোবাসা।

পিএসজির সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসায়ও মুগ্ধ এমবাপ্পে বলেন, ‘সত্যি বলতে আমি জানি না। এখানকার মানুষের আকর্ষণটা সব সময় সুন্দর। আমি তাদের এটার জন্য ধন্যবাদ জানাই। পুরো স্টেডিয়াম আপনার নামে চিৎকার করছে, এটা শুধুই কোনো একটা সাধারণ ব্যাপার না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন