বাণিজ্য ডেস্ক :
বাংলাদেশের চাওয়া সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় এসেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আইএমএফের প্রতিনিধি দলকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করবে।
আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।
এ ছাড়া সোমবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তারা।
গত জুলাই মাসে বাংলাদেশ সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আবেদন করলে তা শর্তসাপেক্ষে দিতে রাজি হয় সংস্থাটি।
এদিকে গত অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি দল আইএমএফের সঙ্গে দেখা করে। সে বৈঠক শেষে গভর্নর জানিয়েছিলেন, বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ঋণ পাবে।
পরে গত বছরের ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় দুই সপ্তাহে একাধিকবার বৈঠক করে আইএমএফের একটি দল।
