হোম আন্তর্জাতিক সার্বভৌমত্ব নিয়ে কথা বলার অধিকার ইউক্রেনের নেই: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

সার্বভৌমত্ব নিয়ে কথা বলার অধিকার ইউক্রেনের নেই বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৫ জুলাই) এক বিবৃতিতে বলেছে, পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপে যুক্ত হয়ে সেই অধিকার হারিয়েছে কিয়েভ।-খবর রয়টার্সের

পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্ন দুই প্রজাতন্ত্রের স্বাধীনতার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া। এরপর পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, উত্তর কোরিয়া তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে ধ্বংস করতে চাচ্ছে।

দোনেৎসক ও লুহানস্ক অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞাসহ মার্কিন নেতৃত্বাধীন বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করেছে ইউক্রেন।

নিজের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিবৃত্তিমূলক বলে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র শত্রুতার নীতি বজায় রাখছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের বৈধ সার্বভৌমত্বের অধিকার নিয়ে কথা বলার অধিকার নেই ইউক্রেনের। কারণ তারা যুক্তরাষ্ট্রের নেওয়া শত্রুতামূলক নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে। যেসব দেশ আমাদের সার্বভৌমত্বকে সম্মান প্রদর্শন করবে, তাদের প্রতি সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোর করে যাবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন