আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হরিয়ানায় চলমান সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে মুসলিমদের আজ বাড়িতে জুমার নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে। দাঙ্গার আশঙ্কায় মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে স্থানীয় মুসলিম কাউন্সিল।
শুক্রবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার (৩১ জুলাই) হরিয়ানার মুসলিম অধ্যুষিত নূহ বিভাগে এক ধর্মীয় শোভাযাত্রা থেকে সংঘাতের শুরু, যা এরইমধ্যে রূপ নিয়েছে সাম্প্রদায়িক সহিংসতায়। এতে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭০ জন। নিহতদের মধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম এবং হোমগার্ড পুলিশের দুজন সদস্য রয়েছেন।
হরিয়ানার বেশ কয়েকটি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। সহিংসতায় জড়িত একজনকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। চলমান সংকটে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তবে উত্তেজনা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষে সবাইকে নিরাপত্তা দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (২ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য নুহ, পালওয়াল, গুরুগ্রাম এবং ফরিদাবাদে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট সংযোগ আগামী ৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে বুধবার থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হলেও বৃহস্পতিবার রাজ্যের বেশিরভাগ স্কুল-কলেজ বন্ধ ছিল।
চলমান উত্তেজনার কারণে আতংক বিরাজ করছে রাজ্যের বাসিন্দাদের মধ্যে। দোকানপাট বন্ধ থাকায় দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। স্থানীয়দের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। বাড়ি ছেড়ে না গেলে আগুন দেয়ার হুমকি দিচ্ছেন। ফলে পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই।