হোম জাতীয় সামাজিক সুরক্ষায় সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা: দীপু মনি

সামাজিক সুরক্ষায় সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা: দীপু মনি

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

জাতীয় ডেস্ক:

সামাজিক সুরক্ষা বেষ্টনীর সুবিধাভোগী বাছাইয়ে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৯ মে) সকালে রংপুর জেলা সমাজ সেবা কমপ্লেক্সে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক ও বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে সরকার। বর্তমানে সবকিছু অনলাইন হওয়ায় ভাতাপ্রাপ্তিতে কোনো দুর্নীতির সুযোগ নেই। তবে সুবিধাভোগী বাছাইয়ে কোনো অনিয়মের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সময় প্রতিবন্ধীদের সেবার বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সেবা দেয়ার লক্ষ্যে দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়ক সেবা কেন্দ্র রয়েছে। এটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলাতেও করার পরিকল্পনা আছে। এ ছাড়াও দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিস কমপ্লেক্সে আলাদা করে প্রতিবন্ধী কর্নার খুলে সেবা নিশ্চিত করা হবে।

দিপু মনি আরও বলেন, মেডিকেল সায়েন্সে যে ১৩ ধরনের প্রতিবন্ধী রয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণসহ পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন: জেলা মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনসহ জেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন