হোম আন্তর্জাতিক সামরিক ছদ্মবেশে যুদ্ধের ময়দানে পুতিন, সৈন্যদের এগিয়ে যাওয়ার আহ্বান

সামরিক ছদ্মবেশে যুদ্ধের ময়দানে পুতিন, সৈন্যদের এগিয়ে যাওয়ার আহ্বান

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
সামরিক ছদ্মবেশে হঠাৎ যুদ্ধের ময়দানে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে কিয়েভের বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের মাঝে বুধবার (১২ মার্চ) প্রথমবার সেখানে সফর করেন তিনি। সেখানে তিনি রুশ সেনাদের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন এবং সৈন্যদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

গত আগস্টে ইউক্রেনীয় বাহিনী আকস্মিক আক্রমণ চালিয়ে কুরস্কে প্রবেশ করে এবং সুদজা শহর ও আশেপাশের এলাকাগুলো দখলে নেয়। কিয়েভের সৈন্যরা কয়েক মাস রাশিয়ান পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। কিন্তু তারা সম্প্রতি সেখানে বেশ দুর্বল হয়ে পড়েছে এবং রাশিয়ান বাহিনী উল্লেখযোগ্য এলাকা পুনরুদ্ধার করেছে।

যুদ্ধের মাঠে গিয়ে একটি কমান্ড সেন্টার থেকে পুতিন বলেন, আপনাদের কাজ হলো শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, যারা কুরস্ক অঞ্চলে ঢুকে বসে আছে এবং এখনো এখানে যুদ্ধ করছে। যত তাড়াতাড়ি সম্ভব কুরস্ক অঞ্চলের ভূখণ্ড সম্পূর্ণরূপে মুক্ত করা আপনাদের কাজ।

তিনি বলেন, সীমান্তরেখায় আগে যেমন ছিল, সেই অবস্থা অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। আমি আশা করি আপনারা সমস্ত যুদ্ধ লক্ষ্য নিঃশর্তভাবে অর্জন করবেন। নিকট ভবিষ্যতে কুরস্ক অঞ্চলের ভূখণ্ড শত্রুদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ভবিষ্যতে সীমান্তে একটি নিরাপত্তা বলয় তৈরি করার বিষয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করা হবে, যাতে ইউক্রেনীয়দের অনুপ্রবেশের পুনরাবৃত্তি রোধ করা যায়।

কিয়েভের পক্ষে যুদ্ধ করা বিদেশি সেনাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, রাশিয়ান ভূখণ্ডে আটক বন্দীদের ‘সন্ত্রাসী’ হিসাবে বিবেচনা করা হবে। বিদেশী ভাড়াটে সৈন্যরা জেনেভা কনভেনশনের অধীনে সুরক্ষিত নয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন