নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর+দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে টানা ৭ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল র্যালি করেছে বিএনপির নেতা-কর্মী ও তার সমর্থকরা। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের অদূরে বিনেরপোতা জিরোপয়েন্ট থেকে র্যালিটি বের হয়ে শহরের খুলনা রোড মোড় চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সাতক্ষীরা পৌর এলাকার প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশ নেয়।
র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ঘোনা ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপি নেতা কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মজনু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, সদর উপজেলা বিএনপি সদস্য মোঃ আতিয়ার রহমান, বাল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাসিম বিল্লাহ, বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ আলী বুলু, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়া জরুরি। কারণ নেতাকর্মীরা কোনো দলছুট বা অযোগ্য প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি এবং ভুল বুঝিয়ে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা আরো বলেন, দলের দূর্দিনে নেতা-কর্মীদের পাশে থাকা একমাত্র যোগ্য নেতা হলেন সাবেক জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম। তিনি বিগত সরকারকালে ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামী হয়েও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। নেতাকর্মীরা এসময় অবিলম্বে আব্দুল আলিমকে মনোনয়ন প্রদানের জন্য তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
