হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা শ্যামনগরে শিয়াল মারার ফাঁদে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা শ্যামনগরে শিয়াল মারার ফাঁদে গৃহবধূর মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে বসানো ফাঁদে জড়িয়ে আরিফা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে ‘সুন্দরবন প্রজেক্ট’ নামক মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফা জহুর আলী মোল্লার স্ত্রী।

পরিবার জানায়, সকালে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে খামারে ঢোকেন তিনি। দুপুর পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে থাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

খামারের মালিক জানান, শিয়ালের উপদ্রব ঠেকাতে রাতে বৈদ্যুতিক ফাঁদ বসানো হয়। হয়তো অসাবধানতাবশত ফাঁদটি বন্ধ করা হয়নি।

শ্যামনগর থানার ওসি মোল্লা হুমায়ুন কবীর জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন