হোম এক্সক্লুসিভ সাতক্ষীরা বাক প্রতিবন্ধী ভ্যান চালকের উপর নিষ্ঠুর নির্যাতন (ভিডিও)

সাতক্ষীরা বাক প্রতিবন্ধী ভ্যান চালকের উপর নিষ্ঠুর নির্যাতন (ভিডিও)

কর্তৃক
০ মন্তব্য 80 ভিউজ

প্রান্ত জয় :

সাতক্ষীরা কাঁঠালতলা মোড়ে বৃহস্পতিবার সকালে একটি মুদি দোকান থেকে দহকুলা গ্রামের আলামিন নামের একজন মোটরসাইকেলের তেল চুরি করছিলো আর সেটা দেখে ফেলে এল্লারচর গ্রামের আবাসনের বাসিন্দা বাক প্রতিবন্ধী ভ্যান চালক আল-আমিন। সেই দৃশ্য দেখার পর তার মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

এরপর চোরের সঙ্গী দহকুলা গ্রামের মোঃ কাদেরের ছেলে মোঃ কাশেম তা দেখে ফেলে । তেল চুরির দৃশ্য বাক প্রতিবন্ধী ভ্যান চালক আল-আমিন মোবাইলে ধারণ করছে। এসময় কাশেম বাক প্রতিবন্ধী ভ্যান চালক আল-আমিন এর নিকট থেকে মোবাইল ফোন টা কেড়ে নিয়ে ভিডিও টি ডিলিট করে দেয় ।

এমনকি তারা আল-আমিনকে নির্দয় ভাবে নির্যাতন করতে থাকে, সেই দৃশ্য ভিডিও করে ভুক্তভোগীর ফোন থেকেই তা ফেইসবুক লাইভে দেয়। ভিডিও টি লাইভে দিলে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এইভাবে একটা বাক প্রতিবন্ধী ভ্যান চালককে নির্দয় ভাবে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানানো হয়েছে । একই সাথে সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করা হয়।

ভুক্তভোগী বাক প্রতিবন্ধী ভ্যান চালক আল-আমিনের বাড়ি সাতক্ষীরা এল্লারচর আবাসন এলাকায়। পিতা নাই মায়ের কাছে দু:খ কষ্টে বড় হয়েছে ।

ভিডিও লিক-

সম্পর্কিত পোস্ট

মতামত দিন