হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা পৌরসভার বর্জ্য মহাসড়কে; চরম দুর্গন্ধে পথচারীরা বিপাকে

সাতক্ষীরা পৌরসভার বর্জ্য মহাসড়কে; চরম দুর্গন্ধে পথচারীরা বিপাকে

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

জামাল উদ্দীন :

সাতক্ষীরা পৌরসভার চরম উদাসীনাতায় চলছে বর্জ্য ব্যবস্থাপনা। নির্দিষ্ট ভাবে বর্জ্য ফেলার নিয়ম থাকলেও সাতক্ষীরা -যশোর সড়কের ২ পাশে ছঘরিয়া এলাকায় বর্জ্য ফেলা হচ্ছে। এ বর্জ্যে পরিবেশের ভারসাম্য নষ্ট করায় আশে পাশের কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে।এ সড়কে নিয়মিত চলাচলকারীরা জানিয়েছেন দীর্ঘদিন এ ভাবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে বর্জ্য ফেলায় সাধারণের চলাচলে ভোগান্তীতো রয়েছেই।সেই সাথে সড়কের মুল্যবান গাছ মারা যাচ্ছে।আজ ১৩ ই জুন দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে পৌরসভার বর্জ্য ফেলতে ফেলতে বর্তমান সড়কের প্রায় অর্ধেকই ময়লার ভাগাড়।পৌরসভার উদাসীনতা এতটাই বেঁড়ে গেছে যে বড় একটা মরা গরু সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে।সেখান থেকে ময়লা ও মরা গরু থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালেও দেখার কেই নেই। সড়কের ২ স্থানে ময়লার স্তুপ জমানোর পরে এখন সড়েকেই ফেলা হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিসতী জানিয়েছেন বর্জ্য ফেলার জন্য বিনেরপোতায় ব্যাবস্থা আছে।তাহলে কেন মহাসড়কের উপর বর্জ্য জানতে চাইলে বলেন, সড়কের পাশের জমির মালিকদের অনুরোধে ময়লা ফেলা হয়।এ ময়লা সড়কের অর্থেক জুড়ে রাখার বিষয়টি জানা ছিল না।দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন