হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির হেয়ালীপনায় জনসাধারণ অতিষ্ট

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির হেয়ালীপনায় জনসাধারণ অতিষ্ট

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

জামালউদ্দীনঃ

সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবারাহে অতিষ্ট জেলাবাসী।আজ সকাল থেকে বিদ্যুৎ সরবরাহের ভেলকিবাজিতে জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।পাটকেলঘাটার ইন্টারনেট ব্যাবসায়ী অভিযোগ করে বলেন,বিদ্যুৎ সরবারাহ বন্ধ থাকলে কোন কথা নেই।তবে কাজ করা অবস্থায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৩ বার বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে আবার সংযোগ দেওয়া হয়।দুপুর ১টা ৩০ মিনিট হতে চরম অব্যবস্থাপনার মধ্যে বিদ্যুৎ সরবারাহ বন্ধ রাখা হয়েছে।সকাল থেকে অনন্ত ৬ বার বিদ্যুৎ চলে গেছে।এতে রমজান ও করোনায় জনসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেছে।এ বিষয়ে সাতক্ষীরা পি,বি,এস এর জেনারেল ম্যানেজার এর ০১৭৬৯৪০০০৭২ নং সেল ফোনে সর্বশেষ দুপুর ২ টা ৮ মিনিটে যোগাযোগ করা হলেও K_v ejv m¤¢e nqwb।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন