হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

১২ অক্টোবর (বুধবার) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান । উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় সাতক্ষীরা জেলার ক্ষুদে দাবাড়ুদের সাথে দাবা খেলায় অংশগ্রহণ পূর্বক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলকে মোবাইল, ফেসবুক, টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করতে হবে। যদি তোমরা দাবা খেলাকে বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নাও তবে তোমাদের মানসিক বিকাশের ধারা অত্যন্ত সুস্থ ও শক্তিশালী হবে ও দেশে মাদকসেবীর হার উল্লেখযোগ্য ভাবে কমে যাবে। তোমরা সকলে জাতির ভবিষ্যত, তোমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, তোমরা আমাদের দেশকে রূপকল্প ২০৪১ অনুযায়ী একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মাহমুদ হাসান মুক্তি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত),সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, জনাব অজিত কুমার সরকার, জেলা শিক্ষা অফিসার, সাতক্ষীরা, বিভিন্ন স্কুলের ছাএ-ছাএী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন