হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি, মাননীয়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপের কথা তুলে ধরে সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বে- সরকারী শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ একাধিক সমস্যার সাথে সহমত পোষণ করে পর্যায়ক্রমে সরকার সমাধান করবেন বলে আশ্বস্থ করেছেন।

নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জাহিদুর রহমান।

জেলা শিক্ষক নেতা নজিবুল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারন সম্পাদক ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, জেলা শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান, সুলতানা নার্গিস, আব্দুল জব্বার, সজিব উদদৌল্যা, আবু তালেব, আব্দুল্যাহ, গোলাম কিবরিয়া, মোস্তফা বাকি বিল্লাহ শাহী, আবুল কালাম আবু তাহের, এবাদুল হক, আজাহারুল ইসলাম, শিক্ষক নেতা ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা সামছুর রহমান, রুহুল আমিন, আসাদুজ্জামান আসাদ, শফিকুল ইসলাম, সামছুর রহমান লাল্টু, ওয়ায়েস ছিদ্দিকী বাবর, মনিরুল ইসলাম, আখতারুজ্জামান, মাখন লাল বিশ্বাস সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ। সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও নব নির্বাচিত কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন