হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সম্পাদক তারিকুল হাসান আটক

অনলাইন ডেস্ক :

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান কে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টার দিকে কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর এলাকার দিদার চেয়ারম্যানবাড়ি এলাকায় থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক জানান, কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী বিএনপির ইউনিয়ন ভিত্তিক কর্মসূচি অংশ হিসেবে দক্ষিণশ্রীপুরে কর্মসূচি ছিল ১০ সেপ্টেম্বর শনিবার।

বিকাল ৫টার দিকে পুলিশ সেখানে গিয়ে স্টেজ ভেঙে দেয় এবং কর্মসূচি না করার জন্য বলে। পরবর্তীতে কর্মসূচি করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলে ব্যারিকেট দেয় এবং সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসানকে আটক করে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান আমিন বলেন, জিজ্ঞাবাসাদের জন্য তারিকুল হাসানকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন