নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী’র যৌথ উদ্যোগে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগীতা চলছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার আটটি (০৮) স্কুলের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতার কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী’র যৌথ উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার কোয়াটার ফাইনালে অংশগ্রহণ করে তুমূল প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে জয় লাভ করে সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়, আলীপুর মাধ্যমিক বিদ্যালয়, শাকড়া কোমরপুর এ. জি. মাধ্যমিক বিদ্যালয়, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়।
দুটি পর্বে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন তপু হাশেমি ও সাকিবুর রহমান বাবলা। প্রথম পর্বে সভাপতিত্ব করেন জিয়াউদ্দিন আহমেদ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন অধক্ষ্য আব্দুল হামিদ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহজাহান কবীর , সহকারী পরিচালক, আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর, সাতক্ষীরা ড. নজমুল হক, একাডেমি প্রধান, সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট, মোঃ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, সাতক্ষীরা সরকারী কলেজ। এবং সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অধ্যাপক রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাম্মেল হক (সাধারন সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি),মোঃ কামরুজ্জামান রাসেল (সাধারন সম্পাদক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী), ইঞ্জি. শেখ তহিদুর রহমান ডাবলু (সদস্য, সাকেপালা), আব্দুর রব ওয়ার্ছি (সদস্য, সজেকা), অধ্যাপক গাজী আবুল কাশেম (সহ-সভাপতি, সাকেপালা), সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ।
