নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ: নজরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ অন্যান্যরা।
সভায় সাতক্ষীরাকে মাদকমুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া সাতক্ষীরা শহর যানজট মুক্ত করা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।