হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা কলারোয়া সীমান্ত থেকে ভয়ানক এলএসডি মাদক ও মদসহ তিন ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা কলারোয়া সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভয়ানক এলএসডি মাদক ও মদসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ বোতল ভারতীয় এলএসডি মাদক, ৯ বোতল ভারতীয় মদ ও ৩টি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার প্রমোদনগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস (৩০), একই এলকার মৃত রাম ঢালীর ছেলে সাধন ঢালী (৩৫) ও গাইঘাটা থানার চাঁদপাড়া (ঢাকুরিয়া) গ্রামের মৃত পশুপতি কর্মকারের ছেলে দিপংকর কর্মকর (৩৫)।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কলারোয় থানার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে মাদেকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ বোতল ভারতীয় এলএসডি মাদক, ৯ বোতল ভারতীয় মদ ও ৩টি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। জব্দকৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা। এঘটনায় আটক ভারতীয় তিন নাগরিকদের বিরুদ্ধে কলারোয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন