হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিতে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক গোলম সাকলাইন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলমসহ আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন