হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :

“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভার যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশীদ’র সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক রোকনুজ্জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালটেন্ট ডা. এস.এম হাবিবুর রহমান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ১২জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১২টি ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন