নিজস্ব প্রতিনিধি :
প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর এর খুশি ভাগা ভাগি করে নিতে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ০৪টায় সুলতানপুরস্থ পৌর কাউন্সিলর’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এসময় প্রতিবছরের ন্যায় পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগা ভাগি করে নিতে পৌরসভার ০৪নং ওয়ার্ডের ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই চিনি বিতরণ করা হয়। ঈদ সামগ্রী পেয়ে আগত সুবিধাভোগিরা খুবই খুশি মনে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের জন্য দোয়া করে বাড়িতে ফিরে যান। এসময় উপস্থিত সুবিধাভোগীরা পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসঢিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, জাহাঙ্গীর কবির সাজু, মিকাইল হোসেন, বিমান প্রমুখ।