হোম অর্থ ও বাণিজ্য সাতক্ষীরায় পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে

সাতক্ষীরায় পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে

কর্তৃক
০ মন্তব্য 641 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

করোনা ভাইরাসের প্রভাবে নিম্নআয়ের মানুষের ঘরে খাদ্য সংকট দেখা দিলে পুলিশ সদস্যরা তাদের নামীয় রেশনের চাল নিয়ে ছুটে চলে যায় মানুষের দুয়ারে।

এরপর জেলার অধিকাংশ পুলিশ কর্মকর্তা তাদের এক মাসের বেতনের টাকায় খাদ্য সামগ্রী ক্রয় করে ক্ষুধার্ত মানুষের আহার যোগাতে থাকে ।

পুলিশ অফিসের তথ্য মতে,জেলার ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়,পদস্থ পুলিশ কর্মকর্তারা ।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরার পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) নিজস্ব উদ্যোগে দরিদ্র, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন