সংকল্প ডেস্ক :
সাতক্ষীরায় ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’Ñশ্লোগানকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে (মানবাধিকার পক্ষ) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনয়তনে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পক্ষকালব্যাপী কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, কোষাধ্যক্ষ হাফিজা খাতুন, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, সিপিএ’র পরিচালক ফারুক রহমান, ধ্রুব’র সুপারভাইজার সোমা আইচ, মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জিডিএফ’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সঞ্চিতা মহিলা সংস্থার সিরাজুন সঞ্জু প্রমুখ।