হোম ফিচার সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় মুদি ও কাঁচামাল ব্যাবসায়ীদের মারামারি! অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার সুলতানপুরস্থ বৃহত্তম পাইকারী বাজার বড়বাজারে তুচ্ছ পথচলতে গায়ে গা লাগাকে কেন্দ্র করে মুদি ও কাঁচামাল ব্যাবসায়ীদের মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘাটের ডাক দিয়েছে মুদি ব্যবসায়ী সমিতি।

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যাবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, মুদি ব্যাবসায়ী আব্দুর রউফের ছেলের সাথে একজন কাঁচামাল ব্যাবসায়ীর যাওয়া আসার পথে ধাক্কা লাগে এতে রউফ, তার ছেলে ও তার এক কর্মচারী মিলে কাঁচামাল ব্যাবসায়ীকে মারপিট করে। এ নিয়ে তৈরী হয়েছে বিবাদ। এরমধ্যে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে।

কাঁচামাল ব্যাবসায়ীদের নেতা কামরুজ্জামান মুকুল অভিযোগ করেন মুদি ব্যাবসায়ীরা সবসময় তাদের মারপিট করে। এজন্য তারা রবিবার দুপুর থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন। তারা পুলিশের আহবানে থানায় বসেছেন উভয় পক্ষ। হামলাকারী মুদি ব্যাবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে তারা অনির্দিষ্ট কালের ধর্মঘট আহবান করেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন