নিজস্ব প্রতিনিধি:
জমি নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিকসহ পাঁচ (৫) জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল এগারোটার দিকে সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায়। আহত ৫ জনই বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে ঘটনার দিন শহরের বাঁকাল এলাকার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক রমজান আলীসহ পাঁচ জনকে প্রতিপক্ষ দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এঘটনার নেতৃত্ব দেয় বাঁকাল এলাকার নাহিদ হাসান, সিরাজুল, গফফার ও রিপনসহ কয়েকজন। সন্ত্রাসী হামলার পর আহতদেও রক্তাত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাতক্ষীরা সদর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।