হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় জমকালো আয়োজনে সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় জমকালো আয়োজনে সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 114 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার ১৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম মনি’র আয়োজনে ও সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সময় টিভি টেলিভিশনের সাংবাদিক মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২(সদর) আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথি সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনে প্রচার সংখ্যায় দেশের শীর্ষ পর্যায় থেকে প্রথম স্থান ধরে রেখেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটির শুরু থেকে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, কৃষিসহ, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন প্রতিরোধ ও জঙ্গীবাদের বিরুদ্ধে মঠোর অবস্থান থাকায় খুব অল্প সময়ে সকল শ্রেণি পেষার মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে পত্রিকাটি। দেশবরেণ্য সাংবাদিক নঈম নিজাম দৃঢ়তার সাথে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি একজন ডাইনামিক সাংবাদিক। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি’র সম্পাদকসহ পত্রিকাটি’র সকল পর্যায়ের সাংবাদিক ও কলাকৌশলীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুণ অর-রশিদ, ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল।

এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জুয়েলার্স মালিক সমিতির সাবেক সভাপতি ফিরোজুল হক বাপ্পি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, ৭১ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন ও মোঃ শাহিনুর ইসলাম শাহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউর বিন জাদু, দৈনিক যুগেরবার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আব্দুল আলিম, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, সাংবাদিক ইন্দ্রিস জামান ইন্দ্রিস, বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক সকালের সময় পত্রিকার কামরুল হাসান, ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার আনিছ, সাধারণ সম্পাদক গাজী ফরাদ হোসেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শাহেদ উল্লাহ শাহেদ, দৈনিক যশোর বার্তা পত্রিকার সাতক্ষীরার ব্যুরো প্রধান মুজাহিদসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক এবং পেষাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর সাংবাদিক একে হিরু’র (আব্দুল খালেক হিরু) অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং একই সাথে এই স্বাধীনতার মাসে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে অতিথিবৃন্দ বাংদেশের সার্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৫ বছর পর্দাপন উপলক্ষে কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করান।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা-(সদর)২ আসনের এমপি আশরাফুজ্জামান আশু ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন