নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট
বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যগণ সাতক্ষীরা জেলায় মহা দুর্যোগ করোনা
ভাইরাস প্রতিরোধে এর সচেতনতামূলক প্রচার কাজে ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবন
অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে এবং দুর্যোগে অসহায় দুস্থ গৃহহীন
জনগণের গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে গৃহ নির্মাণ কাজে এগিয়ে চলেছে।
সাতক্ষীরায় অবস্থিত সেনা সদস্যগন প্রতিদিন জেলার প্রত্যন্ত অঞ্চলে
ক্ষতিগ্রস্ত ১০টি করে পরিবারের মাঝে গৃহ নির্মাণে সিমেন্ট শিট প্রদান
করছে। এই কাজে শুক্রবার সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের ১০ টি পরিবারের
মধ্যে ৩৩০ পিস সিমেন্ট শিট প্রদান করা হয়।
আনোয়ার গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর সৌজন্যে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট
কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর
রহমান আতিক বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসমগ্রী বিতরণ করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।