হোম অন্যান্যলিড নিউজ সাতক্ষীরায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহনের অভিযোগে অর্থ দন্ড

সাতক্ষীরায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহনের অভিযোগে অর্থ দন্ড

কর্তৃক
০ মন্তব্য 621 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সোমবার সাতক্ষীরা গণপরিবহনে যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহনের অভিযোগ আসে। সুনির্দিষ্ট ঐ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর নির্দেশে আশাশুনি উপজেলা হতে আগত ঐ বাসে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত করা হয়।

এ সময় দেখা যায় মাস্কবিহীন যাত্রীসহ অধিক যাত্রী পরিবহন করা হচ্ছে, দাঁড়ানো অবস্থায়ও যাত্রী পরিবহন করা হচ্ছে। যা করোনা মহামারীর এই সংকটকালীন সময়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করার সামিল । অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অপরাধ স্বীকার করায় উক্ত বাসের চালককে অর্থ দন্ড প্রদান করা হয়।

এছাড়া আরো দুটি বাসে একই অপরাধে অর্থ দন্ড প্রদান করা হয়। এসময় যাত্রীদেরকেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন