হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি প্রনোদনা বিতরণ

সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি প্রনোদনা বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

“মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ২০২০-২১ অর্থ বছরে বারি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে।
কৃষি সপ্রসারন অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে রবিবার সকালে সদর উপজেলা কনফারেন্স রুমে প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত বীজ ও সার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরি, ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামসহ উপজেলা কৃষি কর্মকর্তাগন।

প্রধান অতিথির এমপি রবি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে কৃষিসহ ১১৫টি ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছেন সরকার। জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কথা ভাবেন বলেই দেশের ৮ লক্ষ গৃহহীন মানুষকে ঘর এবং কৃষকদের মাঝে সার ও বীজসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন।
এ সময় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার এবং ১৫৯০ জন কৃষককে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন