নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসময় করোনায় স্বাস্থ্য বিধি মেনে চলতে ও আত্মসুরক্ষায় সচেতনতামুলক লিফলেট ও মাস্ক বিতরণ করে পুলিশ। গাড়িতে গাড়িতে লাগিয়ে দেয়া হয় স্টিকার।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বর্তমান সভাপতি মমতাজ আহমেদ বাপী, বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
s
