নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আর.এম.পি ওয়েল ফেয়ার সোসাইটির জেলা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনাটর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ও হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার বেলা ১১টায় শহরের মোজাফফর গার্ডেনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাতক্ষীরা জেলার সভাপতি গ্রাম ডাক্তার মিজানুর রহমান ডাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী লাভুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার শেখ ফয়সাল আহমেদ, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক ডা. মুশফিকুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান, আর.এম.পি ওয়েল ফেয়ার সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম, সভাপতি গ্রাম ডাক্তার আমিরুল বাসার, সিনিয়র সহ-সভাপতি গ্রাম্য ডাক্তার কামাল হোসেন, কেন্দিয় কমিটির সহ-সভাপতি আব্দুল জলিল প্রমুখ।
প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, গ্রামের সাধারন মানুষ কোন সমস্যায় পড়লে তারা প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য প্রথমেই গ্রাম্য ডাক্তারের কাছে যান। রাত অথবা দিন যে কোন সময় তারা জীবনবাজি রেখে গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। আর তারা যখন অপারক হন তখন গ্রামের সাধারন রুগীরা শহরের গিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞকে হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে তাদের দেখান। তিনি এ সময় তার পক্ষে থেকে গ্রাম্য ডাক্তারদের যতটা সহযোগিতা করা যায় তার করার আশ্বাস দেন।
