হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগর থেকে ৫৩ রাউন্ড গুলি জব্দ

সাতক্ষীরার শ্যামনগর থেকে ৫৩ রাউন্ড গুলি জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর থেকে যৌথ বাহিনীর সদস্যরা ৫৩ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে। শনিবার রাতে উপজেলা সদরের হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ সংলগ্ন রাস্তার পাশ থেক পরিত্যক্ত অবস্থায় উক্ত গুলি গুলো জব্দ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর সার্জেন্ট মোঃ আল মামুনের দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর (কালিগঞ্জ-শ্যামনগর) ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মুশফিক এর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা উপজেলা সদরের হরিতলা এলাকায় অভিযান চালায়। এসময় সেখানকার সার্বজনীন পূজা মন্ডপ সংলগ্ন রাস্তার পার্শ্বের ঝোপের মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় উক্ত গুলি গুলো জব্দ করা হয়। জব্দকৃত গুলির মধ্যে রয়েছে ৪৯ রাউন্ড শর্টগান ও ৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি। এসময় দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত গুলি গুলো শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি আরো জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন