হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগরে এক দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে এক দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা শ্যামনগরে মাত্র এক দিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮ পিস দেশীয় অস্ত্র (হাসুয়া ও রামদা) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামনগরের নকিপুর গ্রামের শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলী বাড়ির সামনে বিল্লাল গাজীর পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া ও ৪ পিস রামদা উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (২০ এপ্রিল) একই এলাকার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবের মিস্ত্রির জবর দখলে থাকা পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ পিচ হাসুয়া ও রামদা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিল্লাল গাজীর স্ত্রী সুফিয়া সকালে পরিত্যক্ত পুকুর পাড়ে কাজ করার সময় বস্তার ভিতরে রক্ষিত উক্ত দেশীয় অস্ত্র গুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বস্তার মধ্য থেকে ৩৪ পিচ হাসুয়া এবং ৪ পিচ রামদা উদ্ধার করে। দীর্ঘদিন ধরে পানির মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকার কারনে এসব অস্ত্রে মরিচা পড়েছে।নকিপুর গ্রামের সুজা মাহমুদ জানান, এই অস্ত্রগুলো বিভিন্ন সময়ে ভুমিহীন নেতা ও বাস্তুহারালীগ সভাপতি মোকছেদ, তার জামাতা স্বেচ্ছা সেবকলীগ নেতা সাবের মিস্ত্রি ও ছেলে রহমত আলীর নেতৃত্বে ভুমিদস্যু বাহিনীর সদস্যরা ব্যবহার করতেন। পাঁচ আগষ্টের পট পরিবর্তনের পর থেকে সাবের ও তার শ্যালক রহমত পলাতক রয়েছে বলে তিনি আরো জানান ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে বস্তার মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় হাসুয়া ও রাম দা গুলো উদ্ধার করা হয়েছে। পুকুরে কে বা কারা এই রাম দা ও হাসুয়া গুলো লুকিয়ে রেখেছিল সে তথ্য উদঘাটনে পুলিশের অনুসন্ধান চলছে। তিনি আরো জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন