হোম অন্যান্যসাক্ষাতকার সাতক্ষীরার মিল্ক ভিটা পরিদর্শন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সাতক্ষীরার মিল্ক ভিটা পরিদর্শন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

কর্তৃক
০ মন্তব্য 333 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ দুগ্ধউৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র মিল্ক ভিটা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।রোববার (১৫ মার্চ) বেলা ১২টায় তিনি সড়ক পথে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌছান।

এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য়্য ও তার সহধর্মিণী তন্দ্রা ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ,
সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম,
জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধূ, সাধারণ সম্পাদক মন্জুরুল হক, শাহ্ আনারুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ। সার্কিট হাউজ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বিনেরপোতা বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ দুগ্ধউৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র মিল্ক ভিটা পরিদর্শন করেন এবং মিল্ক ভিটা’র কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় দলীয় নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন