হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও সাবকে বিরোধী দলীয় নেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী পলাতক আসামী আরফিুর রহমান ওরফে রঞ্জুকে(৪২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আজ শনিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর ডিএমপি সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে ডি এম পির অতিরিক্তি কমিশনার একে এম হাফিজ আক্তার জানান, শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আরফিুর রহমান ওরফে রঞ্জুকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী রঞ্জু। ঐ বছরের ৩০ আগস্ট সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রী মাহাফূজাকে দেখে মাগুরা হয়ে ঢাকা ফেরার পথে কলারোয়া থানা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা হয়।

দীর্ঘদিন পর এ মামলায় তদন্ত শেষে ঘটনায় জড়িত সন্দেহে ৫০ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ পত্র দেওয়া হয়। এরপর ২০২১ সালের চলতি বছরে ৩ ফেব্রয়ারি সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিষ্টেড আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ন কবির চাঞ্চল্যকর এই মামলায় রায় ঘোষনা করেন। এই রায়ের পর থেকে আসামী আরিফুল রহমান ওরফে রজ্ঞু পলাতক ছিল।

প্রসঙ্গত : ২০০২ সালের৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রী মাহাফূজাকে দেখে ঢাকায় ফেরার পথে কলারোয়ায় ঘটনাটি ঘটে। এই হামলায় প্রধান মন্ত্রী অক্ষত থাকলেও তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল , ইঞ্জনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আব্দুল মতিন সহ কয়েকজন সাংবাদিক হামলায় আহত হন।

এ ঘটনায় কলারোয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দীন বাদী হয়ে ২৭ জনকেআসামী করে সাতক্ষীরা আদালতে একটি মামলা করনে।

পরবর্তীতে আদালতে এ মামলা খারিজ হয়ে গেলে ২০১৪ সালে ১৫ অক্টোবর মামলাটি পুনজ্জীবিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবীব সহ ৫০ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ পত্র দেন।

২০২১সালে ২৭ জানুয়ারী এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষরে যুক্ততির্ক উপস্থাপন শেষে সাতক্ষীরার চীফ জুডসিয়িাল ম্যাজস্ট্রিট মোঃ হুমায়ুন কবির সাবেক সাংসদ সদস্য হাববিুল ইসলাম হাবিবসহ ৩৪ জনেরজামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

পরবর্তীতে চলতি বছরের ৩ ফেব্রয়ারি এই মামলার চুড়ান্ত রায় ঘোষনা করেন। এর মধ্যে বিএনপি নেতা মাহাফুজ রহমান সাবু একছর আগে জেল হাজতে মারা যান। বর্তমানে এই মামলার আরিফুর রহমান রজ্ঞু সহ ৩৫জন আসামী কারাগারে আছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন