হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার তালায় এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

সাতক্ষীরার তালায় এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। একইসাথে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, উপজেলার তেঘরিয়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর সাথে ধানদিয়া দৌলতপুর এলাকার এক যুবকের বিয়ে ঠিক করা হয়। বুধবার রাতে বর বিবাহ করার জন্য কনের বাড়িতে আসছিলেন। এক পর্যায়ে মহিলা বিষয়ক অফিসের তৎপরতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। এরপর বর পক্ষ ফিরে যান। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ওই কিশোরীর বাবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন। এ সময় ওই কিশোরীকে তার বাবার হেফাজতে দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন