হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আবারো পাঁচ শিশুসহ ১০ বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আবারো পাঁচ শিশুসহ ১০ বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে আবারো পাঁচ শিশুসহ ১০ বাংলাদেশীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি ওই রাতেই তাদেরকে এক সাধারন ডায়েরীর মাধ্যমে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন। এর আগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে।
হস্তান্তরকৃত হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা পূর্বপাড়া গ্রামের নেয়ামত আলীর স্ত্রী পাপীয়া বেগম (৪৬), আব্দুল মাজেদ কারিকরের পুত্র নেয়ামত আলী (৫১), তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের রাজু আমিরের পুত্র হাবিব মোল্লা (০৯), পুত্র লাবিবা মোল্লা (০৪), রাজু আমিরের স্ত্রী শীলা আক্তার সরবানু (২৪), খুলনা জেলার হাড়িখালী গ্রামের আব্দুল ছালামের পুত্র আব্দুল মোছা (৩৬), আব্দুল মোছার স্ত্রী আফরোজ মোল্লা (৩৫), কন্যা রুকাইয়া খাতুন (০৫), গাইবান্ধার পৌয়াখালী গ্রামের আশরাফ মিয়ার কন্যা আনাবিয়া (০১) ও আশরাফ মিয়ার স্ত্রী মোসলেমা খাতুন (২১)।
বিজিবি জানায়, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। পরদিন বুধবার (২৪সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ বৃহস্পতিবার তাদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন