নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের নলতার অসহায় নারী, শিশু, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব জাহিদুল হকের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ৩৫০ জন অসহায় ও দুঃস্থ নারী, শিশু, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে উক্ত কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন করেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব জাহিদুল হকের পিতা আলহাজ্ব এ.এইচ.এম মাহফুজুর রহমানসহ স্থানীয় এলাকাবাসী।
উপজেলার বিড়ালক্ষী, ভাড়াশিমলা, পূর্ব নলতা, পশ্চিম নলতা, খাঞ্জিয়া, পালপাড়া, ঘোড়াপোতা, শিবপুর, হাদিপুর, বাঘ নলতাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুঃস্থ পরিবারগুলোকে এ সময় উন্নতমানের এসব কম্বল পেয়ে তাদের সন্তোষ প্রকাশ করা করতে দেখা গেছে।
