হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ‘এনগেজ’ প্রকল্পের আওতায় সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে বুধবার দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উক্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব,পরিবেশগত সংকট, টেকসই উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অরিয়েন্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্নসাধারন সম্পাদক এম বেলাল হোসাইন, বারসিকের প্রকল্প সমন্বয়কারী মাহবুব হোসেন, এরিয়া ম্যানেজার রোকসানা পারভীন, ফিল্ড অফিসার রাশিদুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা এসময় বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে উপকূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে। তাঁদের অধিকার, সমস্যা ও বাস্তবতা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হলে নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ সম্ভব হবে এবং টেকসই সমাধানের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। কর্মশালার শেষে সাংবাদিকদের মুক্ত মতবিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন