হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় কনস্টেবল হেলালের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় কনস্টেবল হেলালের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর থানার কনস্টেবল আল হেলালের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাকুরী না পেয়ে টাকা ফেরত চাইলে উল্টো মোট অংকের টাকা দাবী করে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করা হুমকি প্রদানসহ শিশু সন্তানকে অপহরণরে ভয় দেখাছেন ওই পুলিশ কনস্টেবল। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিণায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার আড়–য়াখালী গ্রামের উজ্জল হুসাইনের স্ত্রী রিক্তা খাতুন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী আড়–য়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকুরী করেন। ২০২৪ সালের প্রথম দিকে সাতক্ষীরা সদর থানার কনস্টেবল আল হেলালের সাথে আমার স্বামী উজ্জলের পরিচয় হয়। দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠায় আল হেলাল আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। একপর্যায় তার ভাল যোগাযোগ অছে উল্লেখ করে স্বামীকে ভুমি রেকর্ড জরিপে পেশকরের চাকুরীর প্রস্তাব দিয়ে দশ লক্ষ টাকা দাবি করে। স্বামীর ভালো চাকুরী হবে ভেবে মায়ের গরু বিক্রি করে, আমার গওনা বন্ধক রেখে এবং আমার স্বামীর নগদ টাকাসহ সর্বমোট আট লক্ষ টাকা গত ৭ ফেবরুয়ারী পুলিশ কনস্টেবল হেলালের হাতে তুলে দেই। এরপর আমার স্বামীর স্কুলের প্রধান শিক্ষক পরিমল মন্ডলের কাছ থেকেও চাকুরী দেয়ার কথা বলে তিন লক্ষ টাকা নেয়। এভাবে আমাদের কাছ থেকে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় হেলাল। সে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। আবার সাদা স্টাম্প ও চেক নিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছে।
রিক্তা খাতুন আরো বলেন, টাকা নেওয়ার পর চাকুরি দেওয়া নিয়ে হেলাল তালবাহনা শুরু করেন। একপর্যায় কয়েক মাস অতিবাহিত হলে আমরা অনুরোধ করি চাকুরীর দরকার নেই আমাদের টাকা ফেরত দেন। এভাবে দুই তিন বার বলার পর হেলাল বলে চাকুরীর জন্য টাকা দিয়েছেন ,অপেক্ষা করতে হবে। যাদের কাছে টাকা দিয়েছি তারা টাকা ফেরত না দিলে আমার কিছু করার নেই। এরপরও আমরা টাকার জন্য তার উপর চাপ দিতে থাকি। একপর্যায় সে টাকা না দেওয়ার ফন্দি আটে এবং আমার স্বামীর সাথে গরুর ব্যবসার করার জন্য ৭০ লক্ষ টাকা দিয়েছে বলে প্রচার দিতে থাকে। এই টাকা সে আদায় করে নিবে। টাকা না দিলে বিভিন্ন মামলায় ফাঁসাবে। আমার স্বামীকে অপহরণ করবে, আমার ছেলেকে কিডন্যাপ করবে, সাতক্ষীরায় তার নিজের লোক দিয়ে এসিড় মেরে মুখ ঝলসে দিবে বলে হুমকি দিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, টাকা ফেরত পেতে বিভিন্ন মাধ্যম চাপ প্রয়োগ করলে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে ভাড়–খালী নিমতলা এলাকায় আমার স্বামীকে অপহরণ করার চেষ্টা করে হেলাল ও তার সন্ত্রাসী বাহিনী। একপর্যায় সে জোরপূর্বক সাদা স্টাম্পে সই করে নিয়ে আমার স্বামীর কাছে ২৬ লক্ষ টাকা পাবে বলে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করে। টাকা চাইলে উল্টো আমার পরিবারের ক্ষতি করবে ও মিথ্যা মামলা- হামলার ভয় দেখাচ্ছে। রিক্তা খাতুন বলেন, পুলিশ কনস্টেবল আল হেলাল সাতক্ষীরায় থাকালীন সময় বিভিন্ন ব্যক্তির চাকুরী দেয়ার প্রলোভনে নেওয়া ঘুষের টাকা লেনদেনে আমার এবং স্বামীর একাউন্ট ব্যবহার করতো। তাছাড়া আমাদের স্বামী ও স্ত্রীর বিকাশ এবং নগদ নম্বরে টাকা নিয়ে ক্যাশ আউট করতো। অন্যের কাছ থেকে আমাদের একাউন্টে টাকা নিয়ে সেই টাকা উত্তোলন করে নিয়েছে। ওই প্রতারক এখন বলছে আমাদের ব্যবসার জন্য টাকা দিয়েছে। একাউন্ট চেক করলে পাওয়া যাবে। আমাদের পাওনা ১১ লাখ টাকা গায়েব করার জন্য সে উল্টো আমাদের হুমকি দিচ্ছে। তিনি পাওনা টাকা ফেরতসহ পরিবার নিয়ে যাতে নিরাপদে চলাফেরা করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপার, সেনাবাহিনী, র‌্যাবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থি ছিলেন স্বামী উজ্জল হুসাইন, ছেলে তানজিম হাসান, বোন মৌ হুসাইন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন