হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

নিউজ ডেস্ক:
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে জেলা পুলিশের বিশেষ শাখা। সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, সাতক্ষীরা থানায় আটজন, তালা থানায় একজন, কালীগঞ্জ থানায় একজন, শ্যামনগর থানায় পাঁচজন, পাটকেলঘাটা থানায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত শনিবার ৯ জন ও শুক্রবার রাতে ১৭ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন