হোম খেলাধুলা সাকিব-মুজিবে ডুবল চট্টগ্রাম

খেলাধূলা ডেস্ক :

সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সের সঙ্গে ছিল আফগান তারকা স্পিনার মুজিবের দুর্দান্ত স্পেল। আর এ দুইয়েই ঘরের মাঠে টানা হারের সাক্ষী হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে, জয়ের হ্যাটট্রিক করল সাকিবের বরিশাল। অল্প পুঁজি নিয়েও ১৪ রানের জয় তুলে নেন সাকিবরা।

রানপ্রসবা সাগরিকায় ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিক চট্টলার দলটি। মারকুটে ওপেনার উইল জ্যাকসকে শূন্য রানে ফেরান মুজিব। তবে এরপরই দুই তরুণ ব্যাটার আফিফ-শামীমের ব্যাটে ঘুরে দাঁড়ায় চ্যালেঞ্জার্স। কিন্তু সাকিবের শিকার হয়ে আফিফ ফেরার পর আবারও ধুঁকতে থাকে স্বাগতিকরা।

তবে শেষদিকে মেহেদী মিরাজের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে নতুন করে জয়ের আশা দেখে চট্টগ্রাম। কিন্তু ব্রাভোর বলে সদ্য সাবেক এ অধিনায়ক ফেরার পর যেন সব শেষ হয়ে যায়।

চট্টগ্রামে মরণ কামড় দেন আফগান তারকা বোলার মুজিবই। ব্যক্তিগত চার ওভার বল করে ১ মেইডেনে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট তুলে নেন মুজিব। এছাড়া ব্যাট হাতে ফিফটি করা সাকিব বল হাতেও ছিলেন সমান উজ্জ্বল। ৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট তুলে নেন টাইগার অলরাউন্ডার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার মুনিম শাহরিয়ারকে সাজঘরে ফিরিয়েছিলেন শরিফুল ইসলাম। ২ বলে মাত্র ১ রান করে আউট হন। শুরুর ধাক্কা ভালোভাবেই সামলাচ্ছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। কিন্তু ছন্দে না থাকলে যা হয়! ঝড় তোলার আভাস দিয়ে সেই ক্যাচ আউট হয়ে ফিরে গেছেন তিনি। ৩ ছক্কা আর এক চারে ১৯ বলে ২৫ রান করেছিলেন তিনি।

শেষ ম্যাচের মতো আবারও দলের হাল ধরলেন অধিনায়ক সাকিব আল হাসান। এদিন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। এক দুই তিন টানা তিন ছক্কার মার। ১৬তম ওভারে নাসুমকে হাঁকানো সাকিবের সেই তিন ছক্কা যেন বিপিএলের বিজ্ঞাপনই হয়ে থাকলো। এ ছবি ক্রিকেট ভক্তদের স্বস্তি এনে দেওয়ার কথা। পুরনো রূপের সেই সাকিবকেই যেন এদিন সাগরিকায় দেখা গেল। তবে অর্ধশতক হাঁকানোর পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। মৃত্যুঞ্জয়ের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।

তবে সাকিবের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে বল হাতে সব আলো কেড়ে নিয়েছেন চট্টলার বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে তুলে নিয়েছেন চার চারটি উইকেট।

এছাড়া নাজমুল শান্তও ব্যক্তিগত ২৮ রানে স্কোরবোর্ডকে কিছুটা এগিয়ে দিয়ে গেছেন। তবে ফিনিশিংয়ে ব্যর্থ ছিলেন আরেক ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো। শরিফুলের বলে আউট হওয়ার আগে ৬ বলে করেছেন মোটে চার রান।

ফরচুন বরিশাল একাদশ
ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, নুরুল হাসান, ইরফান শুক্কুর, মুজিব-উর-রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, মুনিম শাহরিয়ার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
চ্যাডউইক ওয়ালটন, উইল জ্যাকস, আফিফ হোসেন, আকবর আলি, শামীম হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, নাইম ইসলাম (অধিনায়ক), মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ এবং শরিফুল ইসলাম।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন